ঘুষ নিতে গিয়ে পাকড়াও আবগারি দফতরের ডেপুটি কালেক্টর, বাড়ি থেকে বাজেয়াপ্ত প্রায় কোটি টাকা
ABP Ananda, web desk | 20 Apr 2017 09:08 AM (IST)
মেদিনীপুর: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও আবগারি দফতরের ডেপুটি কালেক্টর। বাড়ি থেকে উদ্ধার প্রায় ৯৩ লক্ষ টাকা। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ডেপুটি এক্সাইজ অফিসে হানা দেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসাররা। সেই সময় ৬ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন চন্দ্রকোনা রোড ও ঘাটাল সার্কেলের ডেপুটি এক্সসাইজ কালেক্টর অশোককুমার দে। এরপর তাঁর শ্রীরামপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৩ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। যদিও ধৃত আবগারি কর্তার দাবি, তিনি চক্রান্তের শিকার।