কলকাতা: মঙ্গলবার রাজ্য বিধানসভায় পাস হয়ে গেল  পণ্য ও পরিষেবা (জিএসটি) বিল।

কিন্তু দু’দিনের আলোচনায় শাসক দলের তীব্র আক্রমণের মুখে পড়ল মোদী সরকার। অল্প সময়ের বক্তৃতায় এদিন কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বন্দুক ধরে রাখার মতো পরিস্থিতি তৈরি করে জিএসটি চালুতে আমাদের বাধ্য করেছে কেন্দ্র।পয়লা জুলাই থেকে রাজ্যের কোষাগার বন্ধ হয়ে যেত, তাই অর্ডিন্যান্স করতে বাধ্য হয়েছি। জিএসটিকে টেকনিক্যালি সমর্থন করতে বাধ্য হয়েছি।

সোমবার বিধানসভায় দ্য ওয়েস্টবেঙ্গেল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল-২০১৭ বিল পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেন,অমিত মিত্র তো সবই জানতেন।

পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মধ্যরাতে জিএসটি চালুর অনুষ্ঠানে তৃণমূল কিন্তু যোগ দেয়নি। আমাদের মুখে যা, কাজেও তা। অসীম দাশগুপ্ত গিয়েছিলেন, জিএসটির প্রশংসা করেছিলেন।

পাশাপাশি, কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন,কেন্দ্রের বড় দু’টি দুর্নীতি হল নোট বাতিল ও জিএসটি। আগে অনেক সরকার দেখেছি, কিন্তু এমন সরকার দেখিনি সংখ্যাগরিষ্ঠ বলে যারা কাউকে মানে না।

বিজেপি বিলকে সমর্থন করলেও তৃণমূলের পাশাপাশি বাম-কংগ্রেসের গলাতেও ছিল সমালোচনার সুর।