কলকাতা: দলের রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য কমিটি থেকে অপসারণের সিদ্ধান্ত নিল সিপিএম। সূত্রের খবর, মঙ্গলবার দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে প্রশ্ন সহ ঋতব্রতর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেগুলি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিশন গড়ে সিপিএম।


তাতে ছিলেন মহম্মদ সেলিম,মদন ঘোষ,মৃদুল দে।

সম্প্রতি এই কমিশন তাদের তদন্ত রিপোর্ট জমা দেয়। সূত্রের খবর,তাতে বলা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আছে।

কমিশনের রিপোর্ট নিয়ে এদিন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর এরপর রাজ্য কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র বলেন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রা নিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী সহ একাধিক ব্যক্তি অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতে কমিশন যে তদন্ত শুরু করে, সেখানে ঋতব্রত ও একাধিক ব্যক্তিকে স্বাক্ষ্যের জন্য ডাকা হয়। কমিশন ঋতব্রতর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। ঋতব্রতকে যে চার্জশিট দেওয়া হয়েছিল, তার পাল্টা তিনি যে জবাব দিয়েছেন, তার থেকে স্পষ্ট তিনি অনুতপ্ত নন। ঋতব্রতর বিরুদ্ধে যে তথ্য উঠে এসেছে তা বহিষ্কারযোগ্য অপরাধ। কিন্তু, তাঁকে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।

যদিও, প্রকাশ্যে শাস্তির ধরণ সম্পর্কে কিছু বলতে চাননি দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, শাস্তির সুপারিশ করেছে রাজ্য কমিটি। কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে, হুগলির প্রাক্তন সিপিএম সাংসদ রূপচাঁদ পালের স্বেচ্ছাসেবী সংস্থার কাজকর্ম নিয়েও একাধিক অভিযোগ জমা পড়েছে বলে সিপিএম সূত্রে খবর। এর ভিত্তিতে তাঁকে চার্জশিট দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।