দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও সন্দীপ সরকার, কলকাতা: বিজেপির যুব মোর্চার রাজ্য সহ সভাপতি রাজু সরকারের হঠাৎ মৃত্যু! যাকে কেন্দ্র করে তৈরি হল বিতর্ক।


যুব মোর্চা নেতৃত্বের দাবি, আজ হেস্টিংসের কার্যালয়ে দলীয় বৈঠক শেষ হওয়ার আগে বেরিয়ে যান রাজু। কিছুক্ষণ পরে ফিরে আসেন ফেলে যাওয়া ডায়েরি নিতে। তা নিয়েই সতীর্থরা রসিকতা করেন রাজুর সঙ্গে। মজা করতে করতে হঠাৎ বচসা বাঁধে। অসুস্থ হয়ে পড়েন রাজু। তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। বিজেপির অভিযোগ, আইসিইউ-তে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয় তাঁদের। অ্যাপোলোয় পৌঁছনোর পর রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ব্যাপারে এসএসকেএম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।


পার্টি অফিসে কী ঘটেছিল, সামনে আনুক বিজেপি, দাবি করেছে তৃণমূল।


হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে গুরুতর অসুস্থ যুব মোর্চার রাজ্য সহ সভাপতি! হাসপাতালে মৃত ঘোষণা। এই ঘটনাকে কেন্দ্র করেই বাধল বিতর্ক। যুব মোর্চা নেতৃত্বের দাবি, সোমবার রাতে হেস্টিংসের কার্যালয়ে বৈঠক শেষ হওয়ার আগে বেরিয়ে যান যুব মোর্চার রাজ্য সহ সভাপতি রাজু। কিছুক্ষণ পরে ফিরে আসেন ফেলে যাওয়া ডায়েরি নিতে। তা নিয়েই সতীর্থরা রসিকতা জুড়ে দেন রাজুর সঙ্গে। যুব মোর্চার নেতৃত্বের দাবি, মজা করতে করতে বচসা বাধে। হঠাৎ অসুস্থ হয়ে বসে পড়েন রাজু। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখান থেকে অ্যাপোলোয় নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


এ বিষয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, অশান্তির অভিযোগ সঠিক নয়। অশান্তির ঘটনাই ঘটেনি।’


এই প্রেক্ষাপটে হেস্টিংসের পার্টি অফিসে ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ্যে আনার দাবি তুলেছে তৃণমূল।


এদিকে, অসুস্থ যুব মোর্চা রাজ্য সহ সভাপতিকে এসএসকেএমে ভর্তি করানো গেল না কেন, এই নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। এসএসকেএম কর্তৃপক্ষের দাবি, কী ঘটেছে, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।