লাভপুর: বীরভূমের লাভপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক। ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, দাবি অভিযুক্ত শিক্ষকের।
স্কুলে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী বছর দশেকের ছোট্ট মেয়েটি। স্কুলের প্রধান শিক্ষক যে এমন কাণ্ড করতে পারেন, ভাবতেই পারেনি চতুর্থ শ্রেণির এই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে।
পরিবারের দাবি, সোমবার ক্লাসে অঙ্ক করতে দেন প্রধান শিক্ষক। একটি অঙ্ক বুঝতে না পারায়, প্রধান শিক্ষকের ঘরে যায় ছাত্রীটি। অভিযোগ, অঙ্ক বোঝানোর নাম করে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষক।
বাড়িতে এসে বিষয়টি মাকে জানায় ওই ছাত্রী। স্কুলে এ ধরনের ঘটনা ঘটায় হতভম্ব হয়ে যান পরিবারের সবাই। বিষয়টি জানাজানি হলে, স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে লাভপুর থানার পুলিশ। প্রধান শিক্ষককে আটক করা হয়। পরে ছাত্রীর পরিবার শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলে, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। যদিও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন অভিযুক্ত শিক্ষক।
শিক্ষার আলোয় পড়ুয়াদের জীবন আলোকিত করাই যাঁর কাজ, তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় হতভম্ব অভিভাবকরা। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।
মঙ্গলবার বোলপুর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় ওই ছাত্রী।
স্কুলের প্রধান শিক্ষকের কাছে অঙ্ক শিখতে গিয়ে শ্লীলতাহানির শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2017 04:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -