কলকাতা:  বর্ষা এসেছে অনেকদিন। কিন্তু সেভাবে ইলিশ মিলছিল না। অবশেষে কি অপেক্ষার অবসান? এবার কি মধ্যবিত্তের পাতে ইলিশ উৎ‍সব? আশা জাগিয়ে দক্ষিণ ২৪ পরগনার নামখানা , কাকদ্বীপ , ডায়মন্ডহারবার, সাগর, পাথরপ্রতিমার ঘাটগুলিতে ভিড়তে শুরু করেছে ইলিশ-বোঝাই ট্রলার। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বেলা পর্যন্ত এসেছে প্রায় ১১ লক্ষ কেজি ইলিশ। যা এই মরসুমে সবচেয়ে বেশি।


পাইকারি বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রামের এই ইলিশের দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা

৭০০ থেকে ৮০০ গ্রাম ওজন হলে ৪০০ থেকে ৫০০ টাকা।

আর পাইকারি বাজারে এক কেজির ইলিশ ৮০০ টাকা

ব্যবসায়ীদের আশা, আগামী কয়েকদিনে আরও ইলিশ উঠবে। জোগান একধাক্কায় বেড়ে যাওয়ায় কমবে দামও।