হুগলি: ফের রাজ্যে ‘অনার কিলিং’-এর ছায়া!ঘুমন্ত দিদিকে খুনের অভিযোগ উঠল, ভাইয়ের বিরুদ্ধে!হুগলির রিষরায় শ্রীকৃষ্ণনগরে নিজের বাড়িতেই খুন হন নীতু সিংহ। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার ভোরে নিজের ঘরে তখন ঘুমোচ্ছিলেন বছর চব্বিশের এই তরুণী। সেইসময় তাঁর ভাই অমিত এসে খুব কাছ থেকে নীতুর মাথায় গুলি করে!
ডান দিক দিয়ে ঢুকে নীতুর মাথা এফোঁড়-ওফোঁড় করে দেয় বুলেট! গুলির আওয়াজ শুনে ছুটে আসেন নীতুর বাবা। অভিযোগ, দিদিকে গুলি করার পর, বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যান অমিত।
মৃত তরুণীর বাবা বলেছেন,ছেলেকে ঘর থেকে পালিয়ে যেতে দেখি, কে খুন করেছে বলতে পারছি না।
দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুলিবিদ্ধ তরুণীকে বাঁচানো যায়নি।
কিন্তু কেন এই নৃশংস হত্যাকাণ্ড? পুলিশ সূত্রে দাবি, পরিবারের তরফে জানানো হয়েছে,
নীতুর সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কে আপত্তি ছিল পরিজনদের। ভাই ও বাড়ির অন্যদের সঙ্গে এ নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত।
তাহলে কি, পরিবারের সম্মানরক্ষার অজুহাতেই নিজের দিদিকে খুন করল ভাই? আত্মীয়দের কথায় অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। মৃত তরুণীর বাবার ছেলের প্রতি আক্ষেপ, ও এরকম করবে ভাবিনি। আমার পরিবার শেষ হয়ে গেল।
মৃত তরুণীর কাকাও বলেছেন, শোনা যাচ্ছে, ভাই নাকি গুলি চালিয়েছে।
পুলিশ সূত্রে দাবি,প্রথমে মৃত তরুণীর বাবা, থানায় গিয়ে বলেন, খুন করেছে তাঁর ছেলে অমিত।যদিও লিখিত অভিযোগে কারও নাম দেননি তিনি।
ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত ভাই! পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত ট্রেন ধরে কোথাও পালিয়ে গিয়েছে অমিত।
তিনি কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করলেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অনার কিলিং! যুবকের সঙ্গে সম্পর্কে আপত্তি? ঘুমন্ত দিদিকে গুলি করে ‘খুন’ ভাইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2017 05:33 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -