সৌরভ বন্দ্যোপাধ্যায়, পোলবা: বোনের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু ১০ বছরের বালিকার। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায় সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুর গ্রামে।


পরিবার সূত্রে খবর,  গতকাল ৫ বছরের বোনের সঙ্গে খেলছিল অঙ্কিতা। অঙ্কিতার বাবা সন্দীপ মান্না দিনমজুর,মা সুপ্রিয়া মাস তিনেক ধরে তাদের ছেড়ে অন্যত্র থাকেন। দিনের বেলায় বাবা কাজে গেলে দুই বোন বাড়িতে থাকে,পাশের বাড়িতে থাকেন দাদু, ঠাকুরমা। 


মেয়েদের খেলার জন্য ঘরের ভিতরে খাটের উপর কাপড় বেঁধে দোলনা করে দেন সন্দীপ। সন্ধায় বাবা বাড়িতে না থাকায় অঙ্কিতা আর সঙ্গীতা দোলনায় খেলছিল।


কাপড় দিয়ে টাঙানো দোলনায় বসে খেলতে খেলতে আচমকাই গলায় ফাঁস লেগে যায় যাদবপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীর। 


তার পড়াশুনোর বিষয়ে খোঁজ নিতে যান তার ঠাকুমা।তিনি দেখতে পান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে অঙ্কিতা। স্থানীয় ডাক্তার ডাকা হয়,ডাক্তার এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 


চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঙ্কিতাকে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে গভীর রাতে পোলবার থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায়।


ঘটনায় শোকের ছায়া নেমে আসে কামদেবপুর ষষ্ঠীতলায়। অঙ্কিতার দাদু লক্ষ্মণ মান্না বলেন,বিকালে সেজেগুজে দুই বোনে ষষ্ঠীতলায় খেলতে গেল। সেখানে পড়ে গিয়ে অল্প লেগেছিল বড় নাতনির। বাড়ি ফিরে আসে সন্ধার আগেই। আমি কাজে গিয়েছিলাম। ওর ঠাকুরমা পাশের বাড়িতে ওর পড়াশুনার বিষয়ে গিয়েছিল। নাতনিরা কি করছে দেখতে গিয়ে ওই ঘটনা দেখতে পায়।


মেয়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে আজ সকালে চলে আসেন অঙ্কিতার মা সুপ্রিয়া। ছোট মেয়েকে কোলে নিয়ে তিনি বলেন, দুই বোন দোলনায় খেলছিল। খাটের ছত্রির সঙ্গে শাড়ি বেঁধে দোলনা করা ছিল। গলায় ফাঁস লেগে দমবন্ধ হয়ে যায়।


গতকাল বালিতে পামেলা অধিকারী নামে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু। পরিবারের অভিযোগ, এক ব্যক্তির ব্ল্যাকমেলের জেরেই আত্মঘাতী হয়েছে বাড়ির ছোট মেয়ে।