হুগলি: বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আগামীকাল, বুধবার থেকে বন্ধ হচ্ছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠের দরজা। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কামারপুকুরের রামকৃষ্ণ মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল সোমবার, ২৬ এপ্রিল থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়েছে বাগবাজারের মায়ের বাড়ি ৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাগবাজার মায়ের বাড়ির দরজা ৷ এবার কামারপুকুরের রামকৃষ্ণ মঠেও করোনা আবহে ভক্তদের প্রবেশ নিষেধ করা হচ্ছে ৷ গত বছর (২০২০) করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর খোলা হয়েছিল মায়ের বাড়ির দরজা ৷ দূরত্ব-বিধি মেনে শুরু হয়েছিল দর্শন। অতিমারীর দাপটে ফের মন্দিরে ভক্তদের দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়তে থাকায়, ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের একবার বন্ধ করে দেওয়া হয়েছে বাগবাজার মায়ের বাড়ি।
করোনা আবহে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল।
সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। রাজ্যে সরকার হাসপাতালের বেড বাড়ানো থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা-সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছে। এই সংকটের সময় মনে রাখা প্রয়োজন রাজ্যের হেল্পলাইন নম্বরগুলিও। গত বছর প্রথমবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার একটি বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করেছিল। এই হেল্পলাইন এখনও বহাল। এই ইন্টিগ্রেডেট হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।