হুগলি: পথ দুর্ঘটনায় আহত শিশুকে নিয়ে নার্সিংহোমের দরজায় দরজায় ঘুরলেন মা।


কিন্তু, ভর্তি নেওয়া তো দূরের কথা, কোনও নার্সিংহোমই প্রাথমিক চিকিত্সা পর্যন্ত করেনি বলে অভিযোগ। কলকাতায় আনার পথে মৃত্যু ৬ বছরের মেয়ের। অমানবিক ঘটনার সাক্ষী হুগলির উত্তরপাড়া।

৩ মার্চ দুপুরে মায়ের সঙ্গে বেরিয়েছিল ৬ বছরের রিয়া সরকার। বেপরোয়া টোটোর ধাক্কায় মাথা ফেটে যায় রিয়ার।

রক্তাক্ত মেয়েকে নিয়ে নার্সিংহোমে ছোটেন মা। প্রথমে রি-লাইফ নার্সিংহোম.....সেখান থেকে কমলালয় নার্সিংহোম....তারপর উত্তরপাড়া আরোগ্য নিকেতন....শেষে কমলালয় নার্সিংহোম....।

রিয়ার মায়ের অভিযোগ, কোনও নার্সিংহোমই ভর্তি নিতে চায়নি, এমনকী ন্যূনতম প্রাথমিক চিকিত্সাটুকুও মেলেনি!এরপর এসএসকেএম নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রিয়ার।

এই ৪ নার্সিংহোমের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় এফআইআর করেছেন মৃত শিশুর মা। অভিযোগ পেয়ে মঙ্গলবার নার্সিংহোমগুলিতে অভিযান চালায় পুলিশ।

নার্সিংহোমগুলির সিসিটিভ ফুটেজ উদ্ধার করেছেন তদন্তকারীরা।

এনিয়ে অভিযুক্ত ৪ নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ তদন্ত করছে, কোনও মন্তব্য করা যাবে না।

ইতিমধ্যে বিধানসভায় পেশ হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল। তাতে বলা হয়েছে,

ধর্ষণ, অ্যাসিড হামলা, পথ দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের জখম কোনও রোগীকে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে আনা হলে তার আর্থিক সংস্থান না দেখে, আগে চিকিৎসা শুরু করতে হবে।

কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। বলেছেন, ইমার্জেন্সিতে রোগী এলে প্রাথমিক চিকিৎসা করতে হবে।

‍কিন্তু এরপরও হুগলির ৪টি নার্সিংহোমের বিরুদ্ধে দুর্ঘটনায় আহত রোগীকে ফিরিয়ে দেওয়া এবং প্রাথমিক চিকিত্সা না করার অভিযোগ। মৃত শিশুর মায়ের আক্ষেপ, পরিকাঠামো না থাকলেও অন্তত প্রাথমিক চিকিত্সাটুকু তো করতে পারত নার্সিংহোমগুলি, তাহলে তো আর অকালে চলে যেতে হত না ৬ বছরের রিয়াকে! আর কবে ফিরবে হুঁশ?