সোদপুরে ব্যস্ত স্টেশনে স্বামীর সামনেই গৃহবধূকে শ্লীলতাহানি, দেওয়া হয়েছে ধর্ষণের হুমকিও, নির্বিকার প্রত্যক্ষদর্শীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jun 2018 09:17 AM (IST)
সোদপুর: ব্যস্ত স্টেশন চত্বরে স্বামীর সামনেই গৃহবধূর শ্লীলতাহানি, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত স্বামী। উত্তর ২৪ পরগনার সোদপুর স্টেশনের ঘটনা। সব দেখেও নির্বিকার প্ল্যাটফর্মের অন্য যাত্রীরা। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। দম্পতির দাবি, ৪ নম্বর প্ল্যাটফর্ম চত্বরে তাঁদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। অভিযোগ, সেসময় ৭-৮ জন দুষ্কৃতী মত্ত অবস্থায় এসে কী ঘটেছে জানতে চায়। ওই দম্পতি যে স্বামী-স্ত্রী সেই প্রমাণও চায় তারা। এরপর স্ত্রীকে স্টেশন লাগোয়া জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে স্বামীকে মারধরও করে তারা। কোনওক্রমে সেখান থেকে স্ত্রীকে উদ্ধার করে ফের প্ল্যাটফর্মে আসেন স্বামী। এক পুলিশকর্মীর সাহায্য চাইলে, তিনি বিষয়টি মিটিয়ে নিতে বলেন বলে অভিযোগ। শেষে দমদম জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। দুষ্কৃতীরা অধরা।