উত্তর ২৪ পরগনা: বিয়ে হয়েছিল মাত্র বছরখানেক আগে। তার মধ্যেই টাকার দাবিতে শুরু হয়েছিল অত্যাচার। শেষমেশ ২০ বছরের বধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। বছরখানেক আগে এখানকার বাসিন্দা আসাদুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ২০ বছর বয়সী রাইসা ইয়াসমিনের। তাঁর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই টাকা চেয়ে রাইসার ওপর অত্যাচার চালাতেন আসাদুল। সম্প্রতি তিনি একটি বাইক কেনার জন্য টাকা চান।

বাইক কেনার জন্য শুরুতে যে এককালীন টাকা দিতে হয়, তা দিয়েও দেন রাইসার পরিবারের সদস্যরা।

অভিযোগ, এরপরও রাইসার ওপর অত্যাচার থামেনি বলে অভিযোগ। রবিবার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় রাইসা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। যদিও পরিবারের দাবি, রাইসাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ।