দক্ষিণ ২৪ পরগনা: টাকার দাবি মেটাতে পারেনি বধূর পরিবার। তাই গলায় বিষ ঢেলে বধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদিতে।
এবছর জুন মাসে সোনারপুরের বাসিন্দা জায়রুল শেখের সঙ্গে বিয়ে হয় ক্যানিংয়ের তালদির বাসিন্দা আমিনা শেখের। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই আমিনার ওপর চাপ দেওয়া হত বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য।
সম্প্রতি, আমিনার স্বামী তাঁর কাছে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলেন। আমিনার বাবা ভ্যানচালক। এত টাকা জোগাড় করে উঠতে পারেননি।
অভিযোগ, টাকা দিতে না পারায় ১০ ডিসেম্বর আমিনাকে বেধড়ক মারধর করেন শ্বশুরবাড়ির সদস্যরা। জোর করে তাঁর গলায় বিষ ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। মৃতার কাকা সিরাজুল সর্দার বলেন, ৫০ হাজার টাকা চেয়ে চাপ। মুখে বিষ ঢেলে দেয়।
এরপর আমিনাকে হাসপাতালে ভর্তি করে পালান স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। মৃতার জামাইবাবু হোসেন খান বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে যাই।
১৩ ডিসেম্বর সোনারপুর থানায় আমিনার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং তিন ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। ১৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার হাসপাতালে আমিনার মৃত্যু হয়। কিন্তু, এখনও অভিযুক্তরা কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার।
যদিও, পুলিশের দাবি, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
টাকার জন্য গৃহবধূকে ‘গলায় বিষ ঢেলে খুন’, পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2017 08:02 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -