হাড়োয়া: চলন্ত ট্রেনের কামরা থেকে এক গৃহবধূকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ। আজ সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও ভাসলিয়া স্টেশনের মাঝে কুমড়ালি গ্রামের কাছে রেল লাইনের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যান। আহত মহিলার মাথায় ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
উদ্ধারের পর ওই মহিলা জানিয়েছেন গতকাল রাতে তিনি শেষ ডাউন হাসনাবাদ লোকালের যাত্রী ছিলেন। অভিযোগ, ট্রেনের ফাঁকা কামরায় কয়েকজন যুবক তাঁকে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওই মহিলার।
অভিযোগকারিণী দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
শ্লীলতাহানিতে বাধা দেওয়ায়, চলন্ত ট্রেন থেকে ধাক্কা গৃহবধূকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2017 02:08 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -