মালদা: পারিবারিক বিবাদের জেরে কান কাটল গৃহবধূর। ধারাল অস্ত্র দিয়ে তাঁর কানে কোপ মারার অভিযোগ উঠেছে ভাসুর ও জায়ের বিরুদ্ধে।


আহত গৃহবধূর নাম দীপিকা মণ্ডল। তিনি পুরাতন মালদা থানার নিমুয়া গ্রামের বাসিন্দা।

একই বাড়িতে ভাসুর ও জায়ের সঙ্গে থাকেন দীপিকা ও তাঁর স্বামী। কিছুদিন ধরেই সাংসারিক বিষয় নিয়ে দুই জায়ের মধ্যে অশান্তি চলছিল। অভিযোগ, সোমবার দীপিকার স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর ভাসুর মিত্তন মণ্ডল ও জা আঞ্জলি মণ্ডল ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হন। দীপিকা নিজেকে বাঁচাতে গেলে তাঁর কানে আঘাত লাগে।

ধারাল অস্ত্রের কোপে দীপিকার ডান কান কেটে ঝুলতে থাকে।

খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন স্বামী। প্রতিবেশীদের সাহায্যে রক্তাক্তা দীপিকাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। হাসপাতাল সূত্রে দাবি, তাঁর অবস্থা আশঙ্কাজনক। দাদা-বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দীপিকার স্বামী। তবে দু’জনই আপাতত ফেরার।