জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জে গৃহবধূর রহস্যমৃত্যু। পণের জন্য খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন, অভিযোগ মৃতের পরিবারের। পলাতক স্বামী, শাশুড়ি-সহ বাকি অভিযুক্তরা।

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির রাজগঞ্জে! পণ না দেওয়ায় খুনের অভিযোগে সরব মৃতের বাপের বাড়ির লোকজন। স্থানীয় সূত্রে খবর, বছর ছয়েক আগে রমজান আলির সঙ্গে বিয়ে হয় জাহানা বেগমের। তাঁর বাপের বাড়ির লোকেদের দাবি, বিয়ের পর থেকেই মোটা টাকা পণ দাবি করে মেয়ের ওপর অত্যাচার চালাত স্বামী, শাশুড়ি-সহ বাড়ির অন্য সদস্যরা। অভিযোগ, শনিবার রাতে সেই অত্যাচার চরমে ওঠে। রবিবার ভোরে বাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ।

মৃতের বাপের বাড়ির তরফে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা মহিলার স্বামী, শাশুড়ি, তিন দেওর ও জায়েরা।