ভাস্কর ঘোষ ও সৌভিক মজুমদার, হাওড়া: রবিনসন স্ট্রিটের ছায়া বেলুড়ে। ভাই-বোনের পচাগলা দেহ আগলে আর এক বোন। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের। দরজা ভেঙে উদ্ধার। ৩ জনই মানসিক ভারসাম্যহীন, দাবি স্থানীয়দের। একই অনুমান পুলিশের।
ভেতর থেকে বন্ধ ঘরের দরজা ভাঙতেই চক্ষু চড়কগাছ পুলিশের! বারান্দায় পড়ে জোড়া মৃতদেহ....!পাশের ঘরে খাটে শুয়ে আরেক বোন!!রবিনসন স্ট্রিটের ছায়া এবার বেলুড়ের লালাবাবু সাহা রোডে।
মৃতেরা হলেন ৮০ বছরের মনোরঞ্জন সেন এবং ৭৫ বছরের রত্না সেন। অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আর এক বোন অনিতাকে।
এই দোতলা বাড়িতে থাকতেন তিন ভাইবোন। পুলিশ জানতে পেরেছে, কেউই বিয়ে করেননি। রেলে চাকরি করতেন মনোরঞ্জন। তাঁর পেনশনেই সংসার চলত।
প্রতিবেশীদের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ ছিল না। পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগেই ঘরের সব জানালা পলিথিন দিয়ে মুড়ে দেন বাড়ির সদস্যরা।
বুধবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে জোড়া মৃতদেহ উদ্ধার করে।
প্রতিবেশীদের দাবি, বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি, তিনজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত অনুমান, তিনজনই মানসিক ভারসাম্যহীন। তাই ঘরের পাশের বারান্দায় ভাই-বোনের মৃত্যু হলেও দেহ আগলে বসে ছিলে অন্য বোন। অন্তত ৪ দিন আগে মনোরঞ্জন ও রত্নার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন চারজনে কিছু খাননি। তবে ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
রবিনসন স্ট্রিটের ছায়া বেলুড়ে! ভাই-বোনের পচাগলা দেহ আগলে বৃদ্ধা,দরজা ভেঙে উদ্ধার করল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 10:07 PM (IST)
রবিনসন স্ট্রিটের ছায়া বেলুড়ে। ভাই-বোনের পচাগলা দেহ আগলে আর এক বোন। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের। দরজা ভেঙে উদ্ধার। ৩ জনই মানসিক ভারসাম্যহীন, দাবি স্থানীয়দের। একই অনুমান পুলিশের।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -