কলকাতা: হাওড়া-বর্ধমান রেল লাইনের ধার থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক আধারকার্ড। তার সঙ্গেই ছিল ডাক বিভাগের বেশ কয়েকটি সিল করা বস্তা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
সরকারের ভর্তুকির টাকার অপচয় বন্ধ করতে বার বার আধারকার্ড বাধ্যতামূলক করার কথা বলেন প্রধানমন্ত্রী। বিরোধী নেতা- নেত্রী থেকে আমজনতার অভিযোগ, আধার কার্ড পাওয়াই যায় না।
সেই অভিযোগ যে নেহাত মিথ্যা নয় তার প্রমাণ মিলল হাওড়া- বর্ধমান মেন লাইনের তিনটি জায়গায়। রেল লাইনের ওপরেই পড়ে ছিল আধারকার্ড। শুধু আধারকার্ড নয় উদ্ধার ডাক বিভাগের মোহর দেওয়া বেশ কয়েকটি বড় বস্তা।
বর্ধমানের আগে মেমারি, বাগিলা দেবীপুর ও বৈঁচি- চারটি স্টেশনের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় ১২টি পোস্টাল ব্যাগ। তাছাড়া আলাদা পড়েছিল প্রচুর আধারকার্ড।
আবার, লিলুয়া স্টেশনে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় কয়েকটি আধার কার্ড ও দুটি বস্তা। অন্যদিকে, হুগলির তালান্ডু ও খন্যান স্টেশনের মাঝে পড়েছিল বেশ কিছু আধার কার্ড ও একটি বস্তা।
মেন লাইনের তিন জায়গা থেকে এইভাবে আধারকার্ড উদ্ধার হওয়ার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল সূত্রে খবর, প্রতিটি বস্তাকে পরীক্ষা করে দেখা হচ্ছে। বেশিরভাগ বস্তাই সিল করা রয়েছে। আলাদা উদ্ধার হওয়া আধার কার্ডগুলির ঠিকানা বিহারের বিভিন্ন জেলার বলে রেল সূত্রে খবর।
বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। একটি ট্রেন থেকেই সমস্ত বস্তা পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কারণ যাই হোক , এভাবে রেললাইনের ধার থেকে আধার কার্ড মেলায়, ডাক বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি রেলের নিরপত্তা রক্ষীরদেরও ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
হাওড়া-বর্ধমান রেল লাইনের ধারে তিন জায়গায় উদ্ধার প্রচুর আধার-কার্ড, শুরু তদন্ত
Web Desk, ABP Ananda
Updated at:
30 Aug 2016 02:10 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -