বিধায়ক পদে ইস্তফা মানস ভুঁইয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2017 02:22 PM (IST)
কলকাতা: বিধায়ক পদ থেকে ইস্তফা মানস ভুঁইয়ার। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সবং থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত এই বিধায়ক। তিনি তৃণমূল কংগ্রেস যোগ দেন। তাঁর সদস্যপদ খারিজের দাবি জানিয়েছিল কংগ্রেস। সেই আবেদনের শুনানি শেষ হওয়ার আগেই ইস্তফা দিলেন প্রবীণ এই নেতা। তাঁকে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী হিসেবে আগেই মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস।