হলদিবাড়ি (কোচবিহার): স্ত্রীকে ‘খুন করে আত্মঘাতী’ স্বামী! কোচবিহারের হলদিবাড়িতে চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনা ঘিরে সামনে এসেছে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্ব। মৃত দম্পতির নাম বুলবুলি বিবি ও ইসলাম মহম্মদ। কর্মসূত্রে কেরলে থাকতেন স্বামী। ৩ সন্তানকে নিয়ে হলদিবাড়িতে থাকতেন স্ত্রী। দিন ২০ আগে বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, সম্প্রতি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বুলবুলি। সে কথা জেনে যান স্বামী। তাই নিয়ে দম্পতির মধ্যে অশান্তি লেগেই ছিল।
মৃতের পরিবারের অভিযোগ, বুধবার গভীর রাতে, বচসা চলাকালীন স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন স্বামী! এরপর বাড়ি থেকে উদ্ধার হয় স্বামীর ঝুলন্ত দেহ! ঘটনার তদন্তে নেমেছে হলদিবাড়ি থানার পুলিশ।
হলদিবাড়িতে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী স্বামী, অনাথ হল দুই সন্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Feb 2018 11:43 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -