নদিয়া: নদিয়ার মুরুটিয়ার বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরদ্ধে। গ্রেফতার অভিযুক্ত।কর্মসূত্রে কেরলে থাকতেন স্বামী। কয়েকদিন আগে বাড়ি ফিরেছিলেন। অভিযোগ, তারপর থেকেই স্ত্রী-র ওপর অত্যাচার চালাতেন স্বামী। রবিবার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল স্ত্রী-র রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ!ঘটনাস্থল নদিয়ার মুরুটিয়া।

১৮ বছর আগে, পাইতসা এলাকার বাসিন্দা হাফিজ মোল্লার সঙ্গে বিয়ে হয়, ওই গ্রামেরই বাসিন্দা জোরিনা বিবির। কয়েকবছর আগে কর্মসূত্রে ছেলেকে নিয়ে কেরলে যান হাফিজ। বাড়িতে একাই থাকতেন জেরিনা। দিন পনেরো আগে বাড়ি ফেরেন স্বামী। মৃতের পরিবারের দাবি,বাড়ি ফেরার পর স্ত্রী-র সঙ্গে প্রায়ই অশান্তি হত স্বামীর।

স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতে শুরু করেন হাফিজ।রবিবার রাতে চরমে ওঠে বিবাদ। বিবাদ চলাকালীন স্ত্রী-র হাত-পা বেঁধে, স্বামী তাঁকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, রাতেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন হাফিজ মোল্লা। তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধ কবুল করেছেন স্বামী।