দক্ষিণেশ্বর: ভর দুপুরে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে রক্তারক্তি কাণ্ড। হঠাৎ এক মহিলার ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এরপরই গোটা স্কাই ওয়াকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এদিক ওদিক দৌড়তে শুরু করে পথযাত্রীরা। পরে জানা যায় যে ওই মহিলা হামলাকারীর প্রাক্তন স্ত্রী। তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে পুরনো আক্রোশ থেকেই প্রাক্তন স্ত্রীর ওপর অভিযুক্ত হামলা চালিয়েছে বলে সূত্রের খবর।


প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর স্কাইওয়াকে মহিলার ওপর ছুরি নিয়ে চড়াও হয় এক ব্যক্তি। তারা একে অপরের পূর্ব পরিচিত ছিল। পরে জানা যায়, মহিলার উপর ছুরি নিয়ে চড়াও হয়েছে তার প্রাক্তন স্বামী। প্রাক্তন স্ত্রীর উপরে হামলার পরে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টাও করে।


আহত অবস্থায় মহিলাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ছুরি নিয়ে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২জনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়।