বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: প্যারাস্যুট করেও নামিনি। লিফটে চড়েও উঠিনি। সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।

ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর! শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কলেজের মাঠে বিজয়া সম্মেলনীর আয়োজন করে একটি স্থানীয় সংগঠন। আর সেখানেই ফের একবার বেসুরো শুভেন্দু!

ইদানিং রাজ্য মন্ত্রিসভার বৈঠক হোক বা দলের সাংগঠনিক বৈঠক, বারবার অনুপস্থিত থাকছেন শুভেন্দু! এমনকি হালফিলে যতবার তাঁকে প্রকাশ্য কর্মসূচিতে দেখা গিয়েছে, তার আশেপাশে মেলেনি তৃণমূলের কোনও নামগন্ধও! ফলে শুভেন্দুর ভবিষ্যৎ‍ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা তীব্র! এরইমধ্যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি।

শুভেন্দুর কটাক্ষ কার উদ্দেশে?

এমন কোনও হেভিওয়েট নেতা, যিনি কোনও রাজনৈতিক আন্দোলন কিংবা লড়াই না করেই, হাতে ক্ষমতা পেয়ে গেছেন এমন কাউকে কি নিশানা করলেন শুভেন্দু? এ নিয়ে কড়া সমালোচনার সুর পূর্ব মেদিনীপুরের জেলা রাজনীতিতে শুভেন্দুর বিরোধী গোষ্ঠীর।

রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্য, শুভেন্দু তৃণমূলের সাজানো বাগানে এসে রাজনীতি করেছেন। এখন দল বিরোধী কাজ করছেন।

পূর্ব মেদিনীপুর অধিকারী পরিবারের গড় বলে পরিচিত!

শিশির অধিকারী কাঁথির তৃণমূল সাংসদ।ছেলে দিব্যেন্দু তমলুক কেন্দ্রের তৃণমূল সাংসদ।শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক ও পরিবহণমন্ত্রী।শুভেন্দুর আরেক ভাই সৌমেন্দু তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান।

২০১৯এ-র লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৪টিতে এগিয়ে তৃণমূল।দু’টিতে বিজেপি।

পর্যবেক্ষকদের মতে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও শুভেন্দুর বহু অনুগামী রয়েছে! তাই বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ অত্যন্ত তাৎ‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে!


শুভেন্দুর সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের রীতিমতো বাগযুদ্ধও শুরু হয়ে গেছে! অখিল গিরির কটাক্ষ, পদ ছেড়ে কথা বলুন।

পাল্টা শুভেন্দু বলেছেন, এসবে লাভ হবে না। সবার কথার জবাব তিনি দেবেন না।

বিধানসভা ভোটের আগে কি কোনও বড় চমক দেবেন শুভেন্দু অধিকারী? তার কী প্রভাব পড়বে বঙ্গের বিধানসভা ভোটে?