উত্তর দিনাজপুর: দুর্গার আসতে আর বেশি দেরি নেই। কিন্তু, তার আগেই উত্তরবঙ্গে হাজির অসুর। বিরামহীন বৃষ্টিতে বানভাসি উত্তর দিনাজপুর। মাথায় হাত মৃৎশিল্পীদের। কুলিক, নাগরের জলে বেহাল অবস্থা রায়গঞ্জের কুমোরটুলি বলে পরিচিত এই কাঞ্চনপল্লির। কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান জল। বৃষ্টির জলে গলে গেছে মাটির মনসা প্রতিমা।
গলে গেছে শিল্পের দেবতা বিশ্বকর্মারও মূর্তিও। মাথায় হাত মৃৎশিল্পীদের। এখন কোনওরকমে কাঠামোর নীচে ইট-কাঠ দিয়ে উঁচু করে দুর্গাপ্রতিমাগুলি বাঁচানোর আপ্রাণ চেষ্টা।
বর্ষায় বৃষ্টি তো হবেই! কিন্তু, তাই বলে এমন দুর্যোগ! বানভাসি উত্তরবঙ্গের কাছে বৃষ্টি এখন অসুর।
পুজোর আগে বড় ক্ষতির মুখে রায়গঞ্জের মৃত্শিল্পীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2017 07:21 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -