কলকাতা: জিএসটি-র আওতা থেকে বাদ মৃৎশিল্প। জিএসটি কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত।পুজোর মুখে স্বস্তিতে মৃৎশিল্পীরা।
১ জুলাই দেশজুড়ে জিএসটি চালুর পর, মৃৎশিল্পকেও এর আওতায় আনা হয়। প্রতিমা থেকে সাজ-সজ্জা সবকিছুর ওপরই লাগু হয় জিএসটি। মৃৎশিল্পে জিএসটি ধার্য হয় ১৮ শতাংশ। এবার মৃৎশিল্পের ওপর থেকে সেই ১৮ শতাংশ জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল।
এর আগে মৃৎশিল্প জিএসটি-র আওতাভুক্ত থাকায়, গতবারের তুলনায় বেশিরভাগ কাঁচামালেরই দাম বাড়ে। বিপাকে পড়েন মৃৎশিল্পীরা। অবশেষে মৃৎশিল্পকে জিএসটি-র আওতামুক্ত করার সিদ্ধান্তে স্বস্তিতে মৃৎশিল্পীরা। সবমিলিয়ে পুজোর মুখে পটুয়াপাড়ায় খুশির হাওয়া।