ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: খাল বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। তা ঘিরে পূর্ব মেদিনীপুরের এগরায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কাটমানির অভিযোগে একে অপরের দিকে আঙুল তুলেছেন পুর প্রশাসক ও কাউন্সিলরপুত্র। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও।
খাল বুজিয়ে জবরদখল। বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে পূর্ব মেদিনীপুরের এগরায় ময়দানে তৃণমূলের দুই গোষ্ঠী। সম্মুখসমরে পুরপ্রশাসক বনাম বিদায়ী কাউন্সিলর। মোটা টাকার বিনিময়ে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর, খাল বুজিয়ে বেআইনি নির্মাণে মদত দিচ্ছেন বলে অভিযোগ পুরপ্রশাসকের। তাই অভিযুক্তকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন এই তৃণমূল নেতা।
এগরার তৃণমূল নেতা ও পুরপ্রশাসক স্বপন নায়েকের কথায়, 'এখানকার আগের কাউন্সিলর তিনি এবং ছেলের নেতৃত্বে প্রচুর টাকার হাতবদলে বেআইনি কাজ করিয়েছে, বাড়িঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন, দলীয় স্তরে আমরা জানাব যাতে এদের দল থেকে দ্রুত বের করে দেয়।'
বিদায়ী কাউন্সিলরের ছেলে পাল্টা পুরপ্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। এগরার বিদায়ী তৃণমূল কাউন্সিলরের ছেলে তাহের মল্লিকের দাবি, 'স্বপনবাবুর পাশে এমন কয়েকজন আছেন যারা টাকার বিনিময়ে এসব কাজ করছেন, এই ব্যাপারে ওনাদেরর সঙ্গে বড় অঙ্কের ডিল হয়েছে, এই কারণে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না। শাসক দলের কোন্দল সামনে আসায় কটাক্ষের সুযোগ ছাড়েনি বিজেপি। এগরার বিজেপি নেতা আশিস নন্দের অভিযোগ, তৃণমূলের কাটমানির খেলার জেরে, পুর এলাকায় নিকাশিব্যবস্থা অবরুদ্ধ। তৃণমূল নেতাদের যত টাকা দেওয়া হবে, তত মিলবে জায়গা।
এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালের মাধ্যমে শহরের জল যায়। খাল প্রায় বুজে যাওয়ায় ভরা বর্ষায় প্রচন্ড সমস্যায় এলাকাবাসী। এগরার বাসিন্দা ঝুমা দেশাই রাউত বলছেন, 'আমি রাস্তার পাশে থাকি, জলের উপর বাড়িঘর তৈরি হয়েছে, বৃষ্টি হলে আমাদের বাড়িতে ঢোকে, বারবার পুরসভায় জানিয়েছি তাও কিছু হয়নি।' খাল কার্যত চুরি হয়ে গেছে। তা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। তরজা নয়, এগরাবাসী চাইছেন নিকাশির স্থায়ী সমাধান।