জলপাইগুড়ি: অন্ধকার রাস্তায় মেয়েকে একা ছাড়তে নারাজ মা সঙ্গে কাকাকে পাঠিয়েছিলেন। সেই কাকার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠল ওই কিশোরীকে। জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে ঘটনাটি ঘটেছে।
শুক্রবার রাতে হাটে যান অভিযোগকারিণীর বাবা। সেখানে টাকা ফুরিয়ে যাওয়ায় মেয়েকে বলেন বাড়ি ঠেতে টাকা নিয়ে আসতে। কিন্তু মা অত রাতে ১৬ বছরের মেয়েটিকে একা পাঠাতে রাজি ছিলেন না। তিনি তাই সঙ্গে পাঠান তাঁর দেওর অর্থাৎ কিশোরীর কাকাকে।
অভিযোগ, কাকাই ভাইঝিকে নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। কোনওমতে পালিয়ে বাড়ি এসে মাকে সব কিছু জানায় নবম শ্রেণির ছাত্রীটি।
এরপর রাতেই তার পরিবার জলপাইগুড়ির মহিলা থানায় অভিযোগ দায়ের করে। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতার মেজিক্যাল পরীক্ষা হয়েছে। কিন্তু অভিযুক্ত পলাতক।
জলপাইগুড়িতে কাকার বিরুদ্ধে ভাইঝিকে ধর্ষণের অভিযোগ, চম্পট অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2018 01:59 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -