বীরভূম, কোচবিহার, মালদা, কলকাতা, হুগলি, হাওড়া: ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্ক রাজ্যের পুলিশ। দিকে দিকে চলছে কড়া চেকিং। জেলায় জেলায় চলছে পুলিসি টহলদারি। নজর রাখা হচ্ছে স্টেশনগুলির উপর। বীরভূমের রামপুরহাট স্টেশনে কড়া নজরদারি চোখে পড়ল শুক্রবার থেকেই ।  রাতে স্টেশন চত্বরে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি। 
কোচবিহার জেলার প্রায় ৫৫০ কিলোমিটার ধরে রয়েছে আন্তর্জাতিক বাংলাদেশ বর্ডার। সীমানায় মোতায়েন রয়েছে বিএসএফের একাধিক ব্যাটেলিয়ান। ১৫ আগস্ট নাশকতামূলক ঘটনা এড়াতে সতর্ক পুলিশ।  তাছাড়া যাতে অনুপ্রবেশ না ঘটতে পারে বা কোনও ধরনের অশান্তি না ঘটে সেই কথা মাথায় রেখেই বিএসএফ কোচবিহার সেক্টর এবং ফালাকাটা সেক্টরের পক্ষ থেকে শুরু করা হয়েছে অপারেশন অ্যালার্ট।
৫৫০ কিলোমিটার আন্তর্জাতিক বর্ডারের অনেক জায়গা রয়েছে যেখানে এখনও ফেন্সিং নেই। রয়েছে অনেক নদী। ফলে যেকোনও রকম নাশকতামূলক ঘটনা এড়াতে আগের থেকে অনেক বেশি জাওয়ান মোতায়েন করে প্রতিনিয়ত চলছে নাকা চেকিং। পাশাপাশি বর্ডার সংলগ্ন রাস্তাগুলিতে প্রহরায় রয়েছে অতিরিক্ত বিএসএফ জওয়ান। 
অন্যদিকে, মালদা শহরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হল জেলা প্রশাসনিক ভবন, ব্যাংক ও মালদা জেলা আদালত চত্বরে।
হুগলিতে মেটাল ডিটেক্টর দিয়ে রেল, ট্রাক,যাত্রীদের ব্যাগ, দূর পাল্লার ট্রেনের কামরা পরীক্ষা করে রেল পুলিশ ও জিআরপি। ব্যান্ডেল জিআরপির অফিসার ইনচার্জ মহাবীর বেরা ও ব্যান্ডেল আর পি এফ এর দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন। ব্যান্ডেলে চলছে কড়া নজরদারি।
৭৫ তম স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, এমনকী স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি। স্নিফার ডগ দিয়ে যাত্রীদের ব্যাগেরও চলছে তল্লাশি। 
রবিবার, ৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতা শহরের নিরাপত্তাও আঁটোসাঁটো। পুলিশ সূত্রে খবর, রাস্তায় থাকবেন ৪ হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার। কয়েকজন জয়েন্ট কমিশনার থাকবেন রেড রোডের নিরাপত্তার দায়িত্বে। সুপারভিশনের দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। ২৩টা জায়গায় থাকবে নাকা চেকিংয়ের ব্যবস্থা। রেড রোডে থাকবে ৩টে ওয়াচ টাওয়ার। এছাড়াও, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজরদারির ব্যবস্থা থাকছে। 

প্রতিবেদন - করুণাময় সিংহ, গোপাল চট্টোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, সুনীত হালদার