নয়াদিল্লি: উত্তরপত্রের ভুল মূল্যায়নের জন্য দশম শ্রেণির বোর্ড ছাত্রীকে ১ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের।

পরীক্ষায় সংস্কৃত বাদে সমস্ত বিষয়ে ৮০-র ওপর পেয়েছিল মেয়েটি। কিন্তু তাতেও খুশি নয়। ওই বিষয়েও তো সে ভালোই লিখেছিল। তাও কেন এত কম নম্বর! অন্য বিষয়গুলির ফল কিছুতেই সংস্কৃততে কম নম্বর পাওয়ার কষ্ট ভুলতে দিচ্ছিল না মধ্যপ্রদেশের দশম শ্রেণির পড়ুয়া খুশবু কায়স্থকে।

বোর্ডের ফলে সন্তুষ্ট না হওয়ায় আইনের দ্বারস্থ হয় ওই পড়ুয়ার পরিবার। ফের মূল্যায়ন হয় সংস্কৃত উত্তরপত্রের। দেখা যায় ২৪ নম্বর কম দেওয়া হয়েছিল তাকে। আসলে সে পেয়েছে ৮৪। বোর্ডের উদাসীনতার এমন পরিচয় পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল মেয়েটি। তবে শেষ পর্যন্ত তার মুখে হাসি ফোটাচ্ছে হাইকোর্টের রায়।

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি পিকে জয়সবাল এবং বিচারপতি ডিকে পালিওয়ালের ডিভিশন বেঞ্চ বোর্ডকে পরীক্ষকের বিরুদ্ধে কঠোর উপযুক্ত বিভাগীয় শাস্তির নির্দেশ দিয়েছে। তিন বছর তাঁকে উত্তরপত্রের মূল্যায়ন করতে না দেওয়ার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে ওই পড়ুয়াকে ১ লক্ষ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।