কলকাতা: সপ্তাহান্তের সকালে শহরজুড়ে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। ফলে আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।