সুনীত হালদার, জয়পুর: জয়পুর ফটিকবেড়িয়ায় মাছ ধরতে নেমে তলিয়ে গেলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। আমতা-২ ব্লকের জয়পুর থানার ফটিকগেড়িয়ায় সেহাগড়ি-বাকসি ক্যানেলে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। ঘটনাস্থলে পৌঁছেছেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল। নিঁখোজ ব্যক্তির নাম শ্যাম দোলুই। বয়স ৬০।
জয়পুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে সেহাগোড়ী-বাকসি ক্যানেলে ক্যালভাটের মাছে মাছ ধরতে নেমে জলের তোড়ে তলিয়ে যান ওই ব্যাক্তি। স্থানীয়রা জয়পুর থানায় বিষয়টি জানায়। বিষয়টি জানতে পেরে উদ্যোগ নেন বিধায়ক সুকান্ত পাল। তিনিও পৌঁছে যান ঘটনাস্থলে। আনা হয় এনডিআরএফ টিমকে। ক্যানেলে তল্লাশি চালানো হচ্ছে। স্রোত থাকায় প্রায় ১কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয়দের সূত্রে আরও জানা গেছে, নিখোঁজ ব্যক্তি কাশমলি গ্রাম পঞ্চায়েতের ফটিকবেড়িয়া গ্রামের বাসিন্দা। এদিন বিকেলে ক্যালভাটের পাশে মাছ ধরতে নামেন। পা পিছলে পড়ে ক্যালভাট এর ভিতরে চলে যান তিনি। আকস্মিক ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এনডিআরএফ-এর টিম ঘটনাস্থলে এসেছে তল্লাশি চালানোর জন্য। ক্যানেলের গায়ে ভিড় জমান গ্রামবাসীরা।
শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল দুর্গাপুরও। দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। জানা গিয়েছে দিন পাঁচেক আগে বোলপুর থেকে দুর্গাপুরে মাসির বাড়ি ঘুরতে এসেছিলেন বছর উনিশের বিশাল দাস। মাসির বাড়ি আসার পর দামোদরে স্নান করতে যাওয়ার কথা ভেবেছিলেন ওই যুবক।
পরিবার সূত্রে খবর মাসিকে বিশাল বলেছিলেন যে শনিবার অর্থাৎ আজ মাসির ছেলের জন্মদিন কাটিয়ে রবিবার ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আর ঘরে ফেরা হল না বোলপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল দাসের। মাসির ছেলের সঙ্গে শনিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজে দামোদরের বর্ধমান ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন বছর ঊনিশের বিশাল।