ঝিলম করঞ্জাই, কলকাতা: বোমা হামলায় আহত, রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন।
এসএসকেএম সূত্রে খবর, মন্ত্রীর সঙ্কট আপাতত সামাল দেওয়া গেছে। বুধবার রাতে নিমতিতা স্টেশনে ওই হামলার ঘটনায় আহত মন্ত্রীর ১৪ জন সঙ্গী ভর্তি রয়েছেন হাসপাতালে।
গতকালের রাতে তাঁদের কারও কারও অস্ত্রোপচার হয়। আজ সকালেও প্রয়োজনীয় অস্ত্রোপচার হয় কয়েকজনের। প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জনদের নেতৃত্বে অস্ত্রোপচার হয়।
বুধবার রাতে কলকাতায় ফেরার ট্রেন ধরার সময়, মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি।
হামলার ঘটনায় আহত হন মন্ত্রী-সহ ২২ জন। এদের মধ্যে মন্ত্রী ও তাঁর দেহরক্ষী ছাড়া আরও কয়েকজনকে এসএসকেএমে আনা হয়। বৃহস্পতিবার ভোরে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীকে রাখা হয় ট্রমা কেয়ার সেন্টারে। আরও কয়েকজনের চিকিৎসা চলছে মুর্শিদাবাদেই।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ছিল একাধিক আঘাত। একাধিক স্প্লিন্টারের আঘাত বাঁ পায়ে। সূত্রের খবর, জাকির হোসেনের গোড়ালির হাড় ভেঙেছে, হাড় ভেঙেছে পায়ের দু’জায়গায়। ঝলসে গিয়েছে পা, উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। এছাড়া, তাঁর হাতের বুড়ো আঙুল মারাত্মক রকম জখম, খবর সূত্রের।
মন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার হয়। এসএসকেএম-এর সিসিইউতে ভর্তি রয়েছেন জাকির হোসেন।