ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা:  নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। ইতিমধ্যেই ওই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তে আজিমগঞ্জ জিআরপি-ও। সকালে ঘটনাস্থলে যায় সিআইডি-র বম্ব স্কোয়াড।যাচ্ছে ফরেন্সিক দলও। 


বোমায় আহত মন্ত্রীকে আজ ভোরে নিয়ে আসা হয় এসএসকেএমে। আনা হয়েছে তাঁর দেহরক্ষীকেও। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক স্প্লিন্টারের আঘাত রয়েছে। গোড়ালির হাড় ভেঙেছে। হাড় ভেঙেছে পায়ের দু’জায়গায়। ঝলসে গিয়েছে পা। উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। হাতের বুড়ো আঙুলও মারাত্মকভাবে জখম। শরীরের একাধিক জায়গায় সপ্লিন্টারের আঘাত রয়েছে। মন্ত্রীর চিকিত্সার জন্য গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড। সকাল ১০টা নাগাদ অস্ত্রোপচার শুরু হওয়ার কথা।


গতকাল নিমতিতা স্টেশনে বোমায় আহত হন মন্ত্রী-সহ ২২ জন। এদের মধ্যে মন্ত্রী ও তাঁর দেহরক্ষী ছাড়া আরও ১০ জনকে এসএসকেএমে আনা হচ্ছে। আরও ১০ জনের চিকিত্সা চলছে মুর্শিদাবাদেই।


এদিন এসএসকেএমে মন্ত্রীকে দেখতে যান ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ ও ত্বহা সিদ্দিকি।