রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের।  আহত আরও ৪০। রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ময়নাগুড়ির শিঙ্গিমারী লক্ষ্মীরহাট এলাকার একটি শনিমন্দিরের কাছে।


জানা গিয়েছে, ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী কাঠালবাড়ি এলাকা থেকে একটি বাসে করে প্রায় ৪২ জন মৌলানি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যায়।


সেখান থেকে ফেরার পথে এই শিঙ্গিমারীর লক্ষ্মীরহাট এলাকায় একটি আলু বোঝাই ট্রলিকে ধাক্কা মারে বাসটি।


এরফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত বাসে থাকা ২ জন মারা গিয়েছে বলে সূত্রের খবর।


 



 


এমনকি বাসের প্রত্যেক যাত্রী গুরুতর ভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়নাগুড়ি থানার পুলিশ। 


এর জেরে বাসের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।  ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। 


পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।


ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আসেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী মনোজ রায় সহ অনেকে।


মনোজ রায় আহতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।


 



 


ময়নাগুড়ি থানার পুলিশ সূত্রে দাবি, দুটি গাড়িই প্রচণ্ড গতিতে ছিল। 


এর আগে, গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতিতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬জনের।


স্থানীয় সূত্রে খবর, যাত্রী নিয়ে একটি সাদা স্করপিও দ্রুতগতিতে ফরাক্কা থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। কিন্তু, ধলার মোড়ে হঠাৎই স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডার টপকে উল্টোদিকের লেনে চলে আসে।


আর ঠিক তখনই উল্টোদিক থেকে একটি অটো যাত্রী নিয়ে আসছিল। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও এবং অটোর। সামনের বাঁ দিকের চাকা খুলে যাওয়াতেই স্করপিওটি নিয়ন্ত্রণ হারায় বলে অনুমান। 


দুর্ঘটনার পরই স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে মহিষাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় বেশ কয়েকজনের।