আশাবুল হোসেন, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে, আদিবাসী নৃত্যশিল্পীদের হাতে হাত মিলিয়ে নাচের তালে পা মেলান তিনি। এরপর ধামসাও বাজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝাড়গ্রাম জেলায় ৯৫ শতাংশ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছি। ঝাড়গ্রামে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে। ৩ কোটি মানুষ দুয়ারে সরকারের দ্বারস্থ হয়েছেন, বেশিরভাগই পরিষেবা পেয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেন, ‘ঝাড়গ্রামে ৪টি নতুন কলেজ তৈরি হচ্ছে। সাধুরাম চাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। অলচিকি ভাষায় পড়ানোর জন্য ৫০০ টি স্কুল তৈরি হচ্ছে। লালগড় কলেজে সাঁওতালি ভাষায় পাস ও অনার্স কোর্স চালু হয়েছে।’
এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ‘আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন তৈরি করেছে সরকার। সারা দেশেও এই আইন প্রণয়ন করা হোক। আদিবাসীদের জন্য আলাদা দফতর তৈরি করেছি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাওবাদী হানায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি। দুয়ারে সরকার আমরা বছরে ২ বার করব। দু-এক মাসেই দুয়ারে রেশন প্রকল্প চালু হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে মিলবে পয়লা সেপ্টেম্বর থেকে।’
তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর প্রথমবার ঝাড়গ্রাম সফরে গেলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটে মমতাকে উজাড় করে ভোট দিয়েছিল জঙ্গলমহল। তারপর এই প্রথমবার ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী।
এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন তিনি। যাওয়ার সময় আকাশপথে পরিদর্শন করেন হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা।
ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলান তিনি। বাজান ধামসাও। বীরসামুণ্ডার ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।
এদিন বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের উদ্বোধন করে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী।