অমিতাভ রথ, ঝাড়গ্রাম : মাদক খাইয়ে এক মহিলাকে অচৈতন্য করে গণধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল জামবনি থানার পুলিশ। কলকাতা পুলিশের সহযোগিতায় গ্রেফতার দুই অভিযুক্তকে শনিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করে জামবনি থানার পুলিশ। জামবনি থানার পুলিশ ধৃত দুই যুবককে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। মহামান্য আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে মহিলাকে ভুল বুঝিয়ে ঝাড়গ্রাম জেলার জামবনিতে নিয়ে আসে অভিযুক্ত দুই যুবক। তারপর তাঁকে মাদক খাইয়ে অচৈতন্য করে গণধর্ষণ করারও অভিযোগ ওই দুই যুবকের বিরুদ্ধে। ধৃত দুই ব্যক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনা মুকুন্দপুর এলাকায়। অভিযোগকারিণী ওই মহিলার বাড়িও দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকায় বলে পুলিশ সূত্রের খবর।
জানা গিয়েছে, মাদক খাইয়ে অচৈতন্য করে গণধর্ষণের ঘটনাটির অভিযোগ দায়ের হয় ২০১৮ সালে। অভিযোগকারিনী মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসার পর ওই মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেয় জামবনি থানার পুলিশ। পরে ওই মহিলা ঝাড়গ্রাম আদালতে অভিযোগ করেন যে তাঁকে জোর করে মাদক খাইয়ে অচৈতন্য অবস্থায় গণধর্ষণ করেছে দুই ব্যক্তি। এরপরই আদালতের নির্দেশে জামবনি থানার পুলিশ তদন্ত শুরু করে।
ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মারধর, গণধর্ষণের মামলা রুজু করা হয় পুলিশের পক্ষে। তদন্তে নেমে গতকাল দুই যুবককে পুলিশ গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনার মুকুন্দপুর এলাকা থেকে। শনিবার ধৃত দুই যুবককে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। জামবনি থানার পুলিশ ধৃত দুই যুবককে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। মহামান্য আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। দুই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জামবনি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।