কলকাতা: দু’টাকা কেজি দরে চাল, সবুজসাথী, কন্যাশ্রীর পর, এবার রাজ্যের গরিব মানুষের জন্য দু’কোটি বাড়ি বানাবে রাজ্য সরকার। ঘোষণা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।


রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর, দু’টাকা কেজি দরে চাল বিলি, স্কুলছাত্রদের জন্য সাইকেল, জুতো বিলি, কন্যাশ্রীর মতো বিভিন্ন প্রকল্প চালু করে তৃণমূল সরকার। দ্বিতীয় ইনিংসেও বিভিন্ন জনুমখী প্রকল্পে জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পর্যবেক্ষকদের একাংশের মতে, এবারের ভোটের ফলেই স্পষ্ট, ভোটযন্ত্রে সরকারের বিভিন্ন প্রকল্প ডিভিডেন্ট দিয়েছে।
তাই এবার গরিবদের জন্য দু কোটি বাড়ি তৈরির পরিকল্পনা।