KMC Election 2021 Live: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা বিজেপির, কাল শুনানি
KMC Election 2021 Live Updates: আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। ভোটের আগে রাজ্যের হালহকিকত জেনে নিন এক ঝলকে। রইল ভোট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবর।
কলকাতা পুরভোটে সব ভোটগ্রহণকেন্দ্র, স্ট্রংরুমে বসাতে হবে সিসিটিভি। নির্দেশ হাইকোর্টের। কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা বিজেপির। কাল শুনানি।
পুরভোটের আগে কলকাতায় উদ্ধার প্রচুর টাকা। পার্ক স্ট্রিট থানা এলাকায় নগদ এক কোটি টাকা-সহ এসটিএফের হাতে গ্রেফতার ১। টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার কলকাতা পুরভোট। প্রচারে কলকাতার বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থীরা। শাসক দলের উন্নয়নকে হাতিয়ার করেই চলছে জোরদার প্রচার।
১০৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুশান্তকুমার ঘোষ। আজ সকালে ভোটারদের দরজায় দরজায় প্রচার চালাচ্ছেন তিনি। ঘুরছেন বিভিন্ন আবাসনেও।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। একবারের কাউন্সিলর। এলাকায় পরিচিতি অনেক। তাই প্রচারে নেমে আর ভোট চাইছেন না তৃণমূল প্রার্থী। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সুদর্শনা।
বেজে গিয়েছে পুরভোটের ঘণ্টা। শেষ সময়ে চূড়ান্ত ব্যস্ততা। সময় নষ্ট না করে তাই সকাল-বিকেল প্রচার চালাচ্ছেন কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি।
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি। আগামীকাল মামলার শুনানি।
১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর শরত্ কুমার সিংয়ের হয়ে প্রচারে সামিল হন দিলীপ ঘোষ। গোয়াবাগানে পায়ে হেঁটে চলে প্রচার।
৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন সমাদ্দারের সমর্থনে আজ প্রচারে সামিল হন ফিরহাদ হাকিম। ট্যাংরা এলাকায় প্রচার চালান তাঁরা। পায়ে হেঁটে চলে জনসংযোগ।
সিঙ্গুরে বিজেপি কিষাণ মোর্চার ধর্না। তৃণমূলের কাটমানির জন্য বাংলায় সারের দাম বেশি, আক্রমণে শুভেন্দু। পুরভোটে হারবে বলে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা ফিরহাদ।
কলকাতা পুরভোটের আগে বিরাট অঙ্কের টাকা উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিফ ও পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ ওই ব্যক্তিকে পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে নগদ প্রায় ১ কোটি টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, অত টাকা সঙ্গে রেখেছেন কেন, সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। জোরকদমে প্রচার করছেন ডান-বাম সব পক্ষের প্রার্থীরা। পাশাপাশি ১১-১৫, ৫টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নিয়ে মানিকতলা এলাকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রোড শো। রয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী অতীন ঘোষ
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি। আগামীকাল মামলার শুনানি। ‘আমরা প্রত্যেকে চাই ভোট যেন শান্তিপূর্ণ হয়, হিংসা না হয়। আমার মনে হয় রাজ্য সরকার ও নির্বাচন কমিশনও চাই চায়,’ মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার
‘রাজ্য সরকারও চায় রাজনৈতিক সদ্ভাব বজায় থাকুক, ’পাল্টা দাবি রাজ্যের আইনজীবীর
১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর শরত্ কুমার সিংয়ের হয়ে প্রচারে সামিল হন দিলীপ ঘোষ। গোয়াবাগানে পায়ে হেঁটে চলল প্রচার।
ট্যাংরা এলাকায় তৃণমূল প্রার্থী স্বপন সমাদ্দারের হয়ে প্রচারে করলেন তৃণমূল নেতা ববি হাকিম। এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
কলকাতা পুরভোটে সব ভোটগ্রহণ কেন্দ্র এবং স্ট্রংরুমে সিসি কামেরা বসাতে হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট ৪ হাজার ৮৪২টি মূল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এছাড়া রয়েছে অতিরিক্ত ৩৬৫টি ভোটগ্রহণ কেন্দ্র। এই ভোটগ্রহণকেন্দ্রগুলি তো বটেই, স্ট্রংরুমেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে বেঞ্চ। আদালত সূত্রে খবর, সব বুথে সিসি ক্যামেরা বসানোর দাবিতে মামলা করেছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। সেই মামলার সূত্রেই রাজ্য নির্বাচন কমিশনের সম্মতিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি। দুপুর দু’টোয় মামলার শুনানি
প্রেক্ষাপট
কলকাতা: পুরভোটে (Municipality Vote) কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাবি বিজেপির (BJP)। কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) মামলা দায়ের করল বিজেপি। দুপুর দু’টোয় মামলার শুনানি। কলকাতা পুরভোটে (Kolkata Municipality Corporation) সব ভোটগ্রহণ কেন্দ্র এবং স্ট্রংরুমে সিসি কামেরা বসাতে হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট ৪ হাজার ৮৪২টি মূল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।
এছাড়া রয়েছে অতিরিক্ত ৩৬৫টি ভোটগ্রহণ কেন্দ্র। এই ভোটগ্রহণকেন্দ্রগুলি তো বটেই, স্ট্রংরুমেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে বেঞ্চ।
ট্যাংরা এলাকায় তৃণমূল প্রার্থী স্বপন সমাদ্দারের হয়ে প্রচারে করলেন তৃণমূল নেতা ববি হাকিম। এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর শরত্ কুমার সিংয়ের হয়ে প্রচারে সামিল হন দিলীপ ঘোষ। গোয়াবাগানে পায়ে হেঁটে চলে প্রচার।
আজ কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) পুরভোট (Municiplity Vote) মামলার রায়দানের কথা। তার আগে বিজেপির (BJP) তরফে দেওয়া লিখিত বক্তব্য গ্রহণ করল না আদালত (Kolkata Highcourt)। নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে, জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রাজ্যের (West Bengal) সব পুরভোট (Municipality Vote) কি একসঙ্গে হবে? সব পুরভোট একসঙ্গে না হলেও, ভোটের গণনা কি একসঙ্গে করা সম্ভব? এইসব প্রশ্নের উত্তর মিলতে পারে আজই।
আজই পুরভোট (Municipality Vote) মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt Verdict)। ইতিমধ্যেই নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে। জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলাই একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এর আগে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়, ২০১৫-য় একসঙ্গে ৯১টি পুরসভার নির্বাচন হলেও, এবার সব পুরভোট করতে সমস্যা কোথায়?
১০ ডিসেম্বর, শেষ শুনানির দিন, আদালত জানতে চায়, মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট কবে হবে? উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, কোন পুরভোট কবে হবে, তার পরিকল্পনা এখনও হয়নি। ১৯ ডিসেম্বরের পর বাকি ভোটের দিনক্ষণ জানাতে পারবে রাজ্য। মে মাসের মধ্যে ভোট করাতে না পারলে রাজ্য নিজেই আদালতকে জানাবে।
এরপর সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিজেপির (BJP) আইনজীবী আবেদন করে বলেন, এই মামলায় আমরা এতদিন যা সওয়াল করেছি, তার একটা লিখিত প্রতিলিপি আদালতে জমা দিতে চাই।
তখন প্রধান বিচারপতি জানান, এই লিখিত প্রতিলিপি তাঁদের আর কোনও কাজে আসবে না। কারণ এই মামলার নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মামলার রায় ঘোষণা করা হবে। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার চারদিন আগে পুরভোট মামলার রায় ঘোষণা করবে আদালত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -