কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
চৈত্রই মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতার সূচক। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাও। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাপপ্রবাহ।
রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি করল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে তাপপ্রবাহের সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।