আবির দত্ত, প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: বুধবার রাতে টিউশন থেকে ফেরার পথে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রীর পরিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীকে উত্যক্ত করছিল প্রতিবেশী যুবক। এর পর প্রেমের প্রস্তাবও দেয়। গতকাল টিউশন থেকে ফেরার পথে, ছাত্রীর পিছু নেয় ওই যুবক। একা পেয়ে মারধরও করে।


ভয়ে এলাকার একটি ক্লাবে ঢুকে পড়ে ওই ছাত্রী। অভিযোগ, সেখানে ঢুকে ওই যুবক ছাত্রীর দিকে অ্যাসিড ছোড়ে। অ্যাসিড ছিটকে ছাত্রী ও ক্লাবঘরে উপস্থিত কয়েকজন আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অন্যদিকে ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল গভীর রাতে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আক্রান্ত ছাত্রীর দাদা জানিয়েছেন, 'মাধ্যমিকের সময় থেকেই ছাত্রীকে বিরক্ত করত ওই যুবক। এমনকি তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়।' এমনকি সালিশি সভাও ডাকা হয় বলেও জানিয়েছে পরিবার। এর পর সব মিটে গেলেও বুধবার ফের ছাত্রীর ওপর চড়াও হয় যুবক। জানা গিয়েছে, চোখে, মুখে আঘাত লেগেছে ওই ছাত্রীর। গতকাল থেকেই চোখে দেখতে পাচ্ছিল না সে। পরিবারের অভিযোগ ওই যুবক একা নয়। আরও দু-একজন সঙ্গী ছিল। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে পরিবার। ইতিমধ্যই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


আক্রান্ত ছাত্রী জানিয়েছে, 'আমি ফিরছিলাম, ক্লাবের সামনে বসেছিল ওই যুবক। আমায় ঘুষি মারে। ব্যাগ টেনে ছিঁড়ে দেয়। আমায় তাড়া করে। আমি ভয়ে চিৎকার করে ক্লাবে দৌড়ে ঢুকে যাই। এরপর ক্লাবে ঢুকে আমায় অ্যাসিড ছুঁড়ে মারে। আমার সঙ্গে ক্লাবের আরও ৬-৭ জন ছেলের গায়ে অ্যাসিড লেগেছে।' জানা গিয়েেছে, ছাত্রী কিছুটা সুস্থ হয়ে উঠলেই তাঁর বয়ান রেকর্ড করবে পুলিশ।