কার্শিয়ঙে ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস, এর ফলে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রাস্তা বন্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2017 08:44 AM (IST)
ফাইল চিত্র
কার্শিয়াঙ: কার্শিয়ঙে ধস। গতকাল রাতে পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। কার্শিয়ঙের হুইসলখোলায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে। বড় বড় পাথর খসে পড়ায় দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সকাল থেকে যান চলাচল বন্ধ। এখনও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়নি। ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা।