সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ের হাসি হাসল বাম-কংগ্রেস জোট। মোট ১৩ আসনের মধ্যে ৮ আসন নিজেদের দখলে রাখল তারা। তৃণমূল কংগ্রেসের দখলে গেল ৫ আসন। নির্বাচনে একটি আসনও পেল না বিজেপি। বাংলা জুড়ে এখন ভোটের হাওয়া। জোর টক্কর তৃণমূল-বিজেপির মধ্যে! এরইমধ্যে বড়সড় চমক দিল বাম-কংগ্রেস জোট! আসন্ন বিধানসভা নির্বাচনে এই জোট কী করবে, তার উত্তর সময়ই দেবে, কিন্তু তার আগে তৃণমূল ও বিজেপিকে টেক্কা দিয়ে বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাফল্য পেল বাম-কংগ্রেস জোট। ৮টি আসন জিতে কাউন্সিল নিজেদের দখলে রাখল তারা।
বৃহস্পতিবার থেকে বারাসাত বার অ্যাসোসিয়েশনের ভোটপ্রক্রিয়া শুরু হয়, চূড়ান্ত ফল ঘোষণা হয় মঙ্গলবার সন্ধেয়। বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ১৩টি আসনের মধ্যে কংগ্রেস-সিপিএম জোট পায় ৮টি আসন। তৃণমূল জয়লাভ করে ৫টি আসনে। বিজেপির প্যানেলের কোনও প্রার্থী জয়লাভ করতে পারেননি। বারাসাত বার অ্যাসোসিয়েশনের সিপিএম নেতা ও আইনজীবী মিহির দাস জানান, জোটের ভবিষ্যৎ আমরাই দেখিয়ে দিলাম। গতবার আমরাই বার অ্যাসোসিয়েশন চালিয়েছি, এবারও জিতেছি।
নির্বাচনে এককভাবে লড়ে ৫টি আসনে জয় পাওয়াকে যথেষ্ট ভাল ফল হিসাবেই দেখছে তৃণমূল। গৌরীশঙ্কর বল, তৃণমূল নেতা ও আইনজীবী, বারাসাত বার অ্যাসোসিয়েশন ৷ এখানে সুষ্ঠুভাবে ভোট হয়। আমরা এককভাবে লড়ে ৫ আসন পেয়েছি। আগেরবারও এখানে ৫টি পেয়েছিলাম। আমাদের ফল খারাপ হয়নি। এবারের লড়াইয়ে দাঁত ফোটাতে না পারলেও, হতাশ নয় বিজেপি। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার আইনজীবী ও সাধারণ সম্পাদক দুলাল সরকার জানান, ‘‘কংগ্রেস-সিপিএম জোট একসঙ্গে ভোটে লড়াই করেছি আর তলে তলে ওদের সমর্থন করেছে তৃণমূল। তাই এখানে আমরা খাতা খুলতে পারিনি। তবে জেনে রাখুন, একবছরের মধ্যে আমরা এই বার দখল করব।’’
২০১৯-এর লোকসভা ভোটের মুখে বাম-কংগ্রেসের জোট পরিকল্পনা ভেস্তে গেলেও, একুশের নির্বাচনে জোট গড়ে ভোটের লড়াইয়ে নেমেছে দু’দল। বার অ্যাসোসিয়েশনের ভোটের সঙ্গে বিধানসভা ভোটের কোনও তুলনা হয়না, কিন্তু, এই জয় থেকে উৎসাহিত হয়ে জোট নেতৃত্ব আরও ঝাঁপায় কি না, সেটাই দেখার।