ঝিলম করঞ্জাই, কলকাতা : LGBT মানুষদের বিনামূল্যে ভ্যাকসিনেশন। কলকাতা ও শিলিগুড়িতে চালু হল যে টিকাকরণ প্রক্রিয়া। শিলিগুড়িতে LGBT সম্প্রদায়ের প্রায় ৪০০ জনকে এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। পাশাপাশি কলকাতায় টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল ও প্রান্তকথা নামে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালিত হল।


রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, লাগাম পরানো যাচ্ছে না মৃত্যুতে। রাজ্যে দৈনিক সংক্রমণ একসময় প্রায় ২১ হাজার ছুঁইছুঁই হলেও তা এখন নেমে এসেছে ১১ হাজারের ঘরে। কিন্তু এখনও দৈনিক মৃত্যু দেড়শোর কাছাকাছিই রয়েছে। আর এই পরিসংখ্যানই উদ্বেগে রাখছে চিকিৎসকদের। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনেশন আবশ্যিক, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


একথা মাথায় রেখে এবার LGBT সম্প্রদায়ের মানুষদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি নেওয়া হয় কলকাতা ও শিলিগুড়িতে তপসিয়া রোডে। রবিবার তপসিয়া রোডে যেখানে ৫০ জনকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। সেখানে আজ সোমবার শিলিগুড়িতে প্রায় ৪০০ জনকে দেওয়া হয় ভ্যাকসিনের প্রথম ডোজ।


কলকাতায় এই টিকাকরণের উদ্যোক্তা টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তকথা। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, ধারাবাহিকভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে।


রবিবারই পুণের সিরাম ইন্সটিটিউট থেকে ২ লক্ষ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন রাজ্যে এসেছে। ভ্যাকসিনগুলিকে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে রাখা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবার রাজ্যে ১লক্ষ ৩৪ হাজার ৬৩৯ জন ভ্যাকসিন পেয়েছেন। এই অবস্থায় আরও প্রায় ৩ লক্ষ কোভিশিল্ডের ডোজ এসে পৌঁছনোয় রাজ্যে ভ্যাকসিন ভোগান্তি কমবে বলেই প্রত্যাশা।


এমনিতেই দ্বিতীয় দফার কার্যত লকডাউনের মধ্যেই রাজ্যে নিম্নমুখী করোনার গ্রাফ। করোনা নিয়ে তীব্র আতঙ্কের মধ্যেই একটু একটু করে মিলছে আশার আলোর। মাঝে দীর্ঘদিন ভ্যাকসিন ভোগান্তি, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সেই নিয়ে তরজা চললেও ক্রমাগত পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিনই সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জুন মাসে কেন্দ্রে হাতে ১০ থেকে ১২ কোটি ভ্যাকসিন তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে।