নদিয়া: নদিয়ার বেথুয়াডহরিতে লকেট চট্টোপাধ্যায়কে গ্রামে ঢুকতে বাধা। পুলিশের সঙ্গে বিজেপি নেত্রীর বচসা ও ধাক্কাধাক্কি। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীদের বিক্ষোভ। কয়েকদিন আগে বেথুয়াডহরিতে অশান্তির ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল নাকাশিপাড়া থানার পুলিশ। আজ বেথুয়াডহরি স্টেশন সংলগ্ন মাঠে সভা করতে যাওয়ার আগে রাজাপুর ও ষষ্ঠীতলার ওই সব কর্মীদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন লকেট চট্টোপাধ্যায়। কিন্তু স্ট্যাচুর মোড়ে তাঁর গাড়ি আটকায় পুলিশ।
পুলিশ অন্যায়ভাবে তাঁদের আটকাছে বলে মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়। তবে প্রশাসনের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নদিয়ায় গ্রামে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি বিজেপি নেত্রী লকেটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2017 06:38 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -