অন্য জায়গায় বিয়ের সম্বন্ধ, রাগে প্রেমিকার গায়ে আগুন যুবকের
ABP Ananda, web desk | 19 Oct 2016 08:01 PM (IST)
আলিপুরদুয়ার: কিশোরী প্রেমিকার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাস্থল আলিপুরদুয়ারের ফালাকাটা। স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী দীপক সর্দারের আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কিশোরীর পরিবার অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু করে। অভিযোগ, এরপরই গতকাল রাতে ওই যুবক কিশোরীকে ডেকে পাঠিয়ে মুখ-হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। কিশোরীর চিত্কারে আশপাশের বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় দীপক। আশঙ্কাজনক অবস্থায় ১৭ বছরের কিশোরীকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।