কলকাতা: জুনের শুরুতেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। আগামী ৬ জুন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ৮ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। আনুষ্ঠানিক ফল প্রকাশের পরই তা জানা যাবে ওয়েবসাইটে। ফল জানা যাবে মোবাইল ফোন থেকে এসএমএস করেও৷
পরীক্ষা শেষের ৭৬ দিন পর প্রকাশিত হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ৬ জুন, বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ।
সকাল ১০টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সংশাপত্র বিতরণ। ওইদিনই ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট ও সংশাপত্র তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
কিন্তু মার্কশিট হাতে পাওয়ার আগেই সকাল ১০টা থেকে ফল জানা যাবে বিভিন্ন ওয়েবসাইটে। সেগুলি হল....
www.wbbse.org
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.timesofindia.com
www.school.gradeup.co
www.schools9.com
www.vidyavision.com
www.jagranjosh.com
www.results.shiksha
www.westbengalonline.in
অন্যদিকে, ৮ জুন শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১০টায় আনুষ্ঠানিক প্রকাশের পর ফল জানা যাবে ওয়েবসাইটে। সাইটগুলি হল....
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.schools9.com
www.jagranjosh.com
www.results.shiksha
www.westbengal.shiksha
www.westbengalonline.in
www.knowyourresult.com
www.school.gradeup.co
www.wbbse.org
www.timesofindia.com


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-- দুই ক্ষেত্রেই www.exametc.com সাইটে রোল নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার করা থাকলে, ফল চলে আসবে এসএমএসে।
মোবাইল ফোন থেকে এসএমএসের করেও জানা যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল।
মাধ্যমিকের জন্য বড় হাতের WB10 লিখে স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 56070 নম্বরে।
উচ্চ মাধ্যমিকের জন্য বড় হাতের WB12 লিখে স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 5676750 এবং 58888 নম্বরে।
এছাড়াও মাধ্যমিকের ফল জানা যাবে অ্যাপের মাধ্যমে। তার জন্য গুগল প্লে স্টোর থেকে নামাতে হবে Madhyami Results 2018 অ্যাপটি।