কলকাতা: নজিরবিহীনভাবে এবার মাধ্যমিকে, প্রথম দশের মেধাতালিকায় ৬৬ জন পরীক্ষার্থীর নাম! ৬৮৩ পেয়ে প্রথম কোচবিহারের সৌভিক বর্মণ।
মাধ্যমিকে নজির! প্রথম দশের মেধাতালিকায় ৬৬ জন পরীক্ষার্থীর নাম! পঞ্চম হয়েছে একযোগে ৯ জন পড়ুয়া! তবে, অন্যবারের মতো এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার!
প্রথম হয়েছেন কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের সৌভিক বর্মণ। তার প্রাপ্ত নম্বর ৬৮৩।

দ্বিতীয় স্থানে তিনজন। হুগলির ঘুটিয়াবাজার বিনোদিনী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা পাল। সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দিরের তিতাস দুবে এবং বীরভূমের দুবরাজপুর সারদা বিদ্যাপীঠের রোমিক দত্ত। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮২।

তৃতীয় স্থানে দু'জন। নদিয়ার চাকদা রামলাল অ্যাকাডেমির ছাত্র শুভ্রজিৎ মণ্ডল এবং বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের অনীক ঘোষ। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮১।

মেধা তালিকায় নবম স্থানে রয়েছে কলকাতার সৃজিতা দাস এবং শ্রেয়াংশ চট্টোপাধ্যায়। তাদের প্রাপ্ত নম্বর ৬৭৫।

মাধ্যমিকের কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী।

জীবনের প্রথম সাফল্যের সোপান পেরিয়ে এবার আরও বড় লক্ষ্যে পথে এগোনোর পালা।