কলকাতা: নকল বিতর্কের পর, এবার প্রশ্নপত্র বিভ্রাট মাধ্যমিকে। পরীক্ষার মধ্যেই হলের বাইরে চলে এল ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের কয়েকটি পাতা। পরীক্ষা চলাকালীন, যা নিয়ে শোরগোল ছড়াল রাজ্যজুড়ে। পরীক্ষা শেষের পর মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য জানিয়েছে, এদিনের ভৌত বিজ্ঞানের পরীক্ষা বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই।
পর্ষদ সূত্রে খবর, মালদার রতুয়ার একটি পরীক্ষাকেন্দ্র থেকে মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই প্রশ্নপত্রের কয়েকটি পাতা। যেখানে পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষাকর্মীদের মোবাইল ফোন বন্ধ রেখে প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার কথা, সেখানে এই ঘটনা ঘটল কী করে? পর্ষদের সন্দেহের তালিকায় রতুয়ার ওই স্কুলেরই শিক্ষক, শিক্ষাকর্মীরা।
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, সাড়ে দশটায় প্রশ্নপত্র খোলা হয়। টিচিং নন টিচিং স্টাফ তখন ছিল। তাদের মধ্যে থেকে কেউ করেছে বলে মনে হয়।
প্রশ্নপত্রের কয়েকটি পাতা বাইরে আসার খবর যায় শিক্ষামন্ত্রীর কাছে। পর্ষদ সূত্রে খবর, সভাপতিকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, যিনি এই কাণ্ড করেছেন, তাঁকে খুঁজে বের করে কঠোরতর শাস্তি দিন।
অবশ্য প্রশ্নপত্রের কয়েকটি পাতা বাইরে আসার ঘটনায় সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ তদন্তের নির্দেশ দেয়। জেলা বিদ্যালয় পরিদর্শক শুরু করেন তদন্ত। প্রশাসনের তরফেও শুরু হয়েছে সমান্তরাল তদন্ত। পর্ষদ সূত্রে খবর, রতুয়ার কয়েকটি পরীক্ষাকেন্দ্রের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা হচ্ছে, কোন ফোন থেকে প্রশ্নপত্রের পাতা বাইরে গিয়েছে।