কলকাতা:  মাধ্যমিকের ফলপ্রকাশ। ৭৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হল।

মাধ্যমিকে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৯৯ হাজার ৫৬৪। এ বছর মাধ্যমিকে পাসের হার ৮৫.৪৯ শতাংশ।গত বছর পাসের হার ছিল ৮৫.৬৫ শতাংশ
পূর্ব মেদিনীপুরে মাধ্যমিকে সাফল্যের হার সর্বাধিক।সাফল্যের হারে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।সাফল্যের হারে কলকাতার স্থান তৃতীয়।কলকাতায় সাফল্যের হার ৯১.১১ শতাংশ।নতুন জেলা কালিম্পংয়ে পাসের হার ৮৬.৯৫ শতাংশ।সংখ্যালঘু সম্প্রদায়ের কন্যা পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

কোনও পরীক্ষার্থীর ফলই অসম্পূর্ণ নেই।সাফল্যের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা সামান্য পিছিয়ে রয়েছে।

মাধ্যমিকে প্রথম হয়েছে সঞ্জীবনী দেবনাথ।সঞ্জীবনী কোচবিহার সুনীতি অ্যাকাডেমির পড়ুয়া।সঞ্জীবনী পেয়েছে ৬৮৯ নম্বর।দ্বিতীয় হয়েছে শীর্ষেন্দু সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৮।শীর্ষেন্দু সাহা সাতগাছিয়া হাইস্কুলের ছাত্র।
তৃতীয় তিনজন।ময়ূরাক্ষী সাহা, নীলাব্জ দাস, মৃণ্ময় মণ্ডল মাধ্যমিকে তৃতীয়।
ময়ুরাক্ষী, নীলাজা, মৃণ্ময়ের প্রাপ্ত নম্বর ৬৮৭।চতুর্থ হয়েছে দীপ গায়েন।

মাধ্যমিকে পঞ্চম হয়েছে একসঙ্গে ৫ জন