দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজ মেরামতির কাজ শেষ হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ওই অঞ্চলের জল সরবারহ ব্যবস্থা। আজ দুর্গাপুর শহরের বেশ কয়েকটি জায়গায় জল সরবরাহ চালু করা হলেও এখনও সব জায়গায় পরিষেবা চালু করা সম্ভব হয়নি। জলের অভাবে আজও ২টি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
পুর কর্তৃপক্ষের বক্তব্য, ব্যারেজের জলাধার থেকে পাওয়া জল পরিশোধন করে জলের ট্যাঙ্ক ভর্তি করতে ৪ ঘণ্টা সময় লাগে। ট্যাঙ্ক ভর্তি হওয়ার পর জল সরবরাহ করা হয়। ব্যারেজ থেকে জল পাওয়ার সঙ্গে সঙ্গে পরিষেবা চালু করা হলেও ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি না থাকায় সর্বত্র তা দেওয়া সম্ভব হচ্ছে না। বেলার দিকে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন পুর কর্তারা।
দুর্গাপুর ব্যারেজ মেরামতির কাজ শেষ হলেও, পুরোপুরি স্বাভাবিক হয়নি ওই অঞ্চলের জল সরবারহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2017 11:57 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -